বায়ার লিস্ট কালেকশন (P-P-A 15) - premium seo

Hot

Post Top Ad

Monday, October 16, 2017

বায়ার লিস্ট কালেকশন (P-P-A 15)

অনেকেই বায়ার লিস্ট কিভাবে তৈরী করবেন বুঝতে পারছেন না। জিজ্ঞেস করছেন কিভাবে তৈরী করবেন। তার জন্য সহজভাবে লিখে দিলাম কিভাবে লিস্ট তৈরী করবেন আপনারা সবাই-
বায়ার লিস্ট কালেকেশন হল- আপনি যে গিগ তৈরী করেছেন তার উপর ভিত্তি করে সার্চ অপশনে ক্লিক করলে অনেক ধরনের সেলার এর গিগ ডিটেইল আসবে। তখন আপনি দেখবেন যে সেলার ভাল রেটিং এবং ফিডব্যাক পেয়েছে এবং তার গিগটা সবার উপরে আছে। তখন আপনি সেই সেলার এর ডিটেইলস এ গিয়ে দেখবেন অনেক বায়ার তার কাজের জন্য ধন্যবাদ জানিয়ে পোষ্ট করেছ।তখন আপনি তাদের নাম কপি করে নিয়ে গিয়ে এক্সেল ফাইল তৈরী ­করবেন।
এক্সেল ফাইল তৈরী করার নিয়মঃ-
এক্সেল ফাইল কিভাবে তৈরী করবেন তার নমুনা নিচে দেখানো হলঃ-

How to make a buyer list:

তারপর ফাইভারে বায়ারদের নাম লিখে সার্চ দিয়ে তাদের লিঙ্ক কপি করে এক্সেল শীটে নিতে হবে। ঠিক একইভাবে গুগলে বায়ারদের নাম লিখে ফেইসবুক/লিঙ্কডিন/টুইটার/গুগল প্লাস এর লিঙ্ক খুঁজে এক্সেল শীট তৈরী করতে হবে।
****এভাবে বায়ার লিস্ট তৈরী করতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad