ফাইভারে এখন সবার জন্য কাজ পাওয়াটা অনেক কষ্টকর হয়ে পড়ছে। এত বেশি মানুষ সেখানে কাজের জন্য ঢুকেছে যে, এখন নতুনদের জন্য কাজ পেতে অনেক পরিশ্রম করতে হচ্ছে। তাই ইনকাম করার জন্য নতুন একটি মার্কেটপ্লেসে বিশাল ইনকাম (passive income) এর জন্য নিচের বিস্তারিত গাইডলাইনগুলো দিচ্ছি।
এ মার্কেটপ্লেস হতে গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্টরা ইনকাম করতে পারবেন আনলিমিটেড পরিমান।
এটি মুলত অ্যাফিলিয়েশন সাইট, ডিজাইন বেইস অ্যাফিলিয়েশন। টি-শার্ট, মগ ডিজাইন করে সেগুলো বিক্রি করে ইনকাম করা যাবে।
সাইটটির লিংকঃ moteefe.com
আগে পড়ুন-বুঝুন তারপর একশন নিন
------------------------------------------------------------------------
মোটিফের বিশেষত্ব হচ্ছে ইউরোপ তবে মোটিফের মাধ্যমে ইউরোপের বাইরেও সেল করা যায়। ইউরোপের বাজার সম্পর্কে একটা ধারণা নেয়ার জন্য এই ভিডিওটি দেখুনঃhttps://goo.gl/DEIhwP
মোটিফে সাইনআপ করুন এখান থেকেঃ https://goo.gl/GT4385
এটি এফিলিয়েট লিঙ্ক, কিন্তু এ লিংক হতে সাইন আপ করলে আপনি পাবেন ২৫০ ইউরো প্রথম ২৫০ ইউনিট সেল করে।
মনে রাখবেন, যে ১০০ ইউনিট সেল করতে পারে সে ১ হাজার ইউনিট সেল করার ক্ষমতা রাখে শুধু প্রয়োজন একটি সিস্টেমেটিক প্রসেস।
১. প্রিন্টিং কোয়ালিটি বজায় রাখার জন্য মোটিফে ৩০০ডিপিআই রেজুল্যুশনের পিএনজি ফাইল নিয়ে থাকে। আপনার ডিজাইন যদি আগে থেকেই করা থাকে এবং সেগুলো যদি ৩০০ডিপিআইয়ের না হয় সেটা সমাধানে এই পোস্ট দেখুনঃ https://www.youtube.com/watch?v=upvTl_BwRxM
২. মগ ডিজাইন আপলোড জনিত সমস্যা থেকে সমাধান পেতে হলে এই ভিডিওটি দেখুনঃ https://goo.gl/ioCa6Z
৩. আপলোডার এ টু যেড বুঝার জন্য এই ভিডিওটি দেখুন, সেল পেইজ কিভাবে কাজ করে বিস্তারিত জানুনঃ https://goo.gl/hxpzZp
৪. কিভাবে ফেসবুক শপ ট্যাবের সফল ব্যবহারের মাধ্যমে মোটিফে আপনার কনভার্সন রেট বাড়াবেনঃ https://youtu.be/j6xH3n25Wp0
৫. কিভাবে ফ্যান পেইজে শপ ট্যাব যোগ করবেন এবং প্রোডাক্ট ট্যাগিংয়ের মাধ্যমে এড দিবেনঃ https://youtu.be/LdtHzfg3RnA
৬. কিভাবে ফেসবুক এড পার্ফমেন্স ট্র্যাক করবেন মোটিফের ড্যাশবোর্ডেঃ https://youtu.be/j6xH3n25Wp0
৭. ফ্রি এডঅনের মাধ্যমে উইনিং ডিজাইনগুলো কিভাবে খুঁজে বের করবেনঃ https://youtu.be/e3D-RJaop-c
৮. ডিসকাউন্ট কেন ও কিভাবে দিবেনঃ https://youtu.be/mdUB1YyzQTs
------------------------------------------------------------------------------
মগের অথবা টিশার্টের আইডিয়া নিতে দেখুন নিচের লিংকগুলে|ো
1. http://bit.ly/2q5DSW1
2. http://bit.ly/2rAUrep
3. http://bit.ly/2q2u2Fk
4. http://bit.ly/1i1tMKb
5. http://bit.ly/19hW6EE
6. http://bit.ly/2r1NOog
7. http://bit.ly/2q2bJQE
--------------------------------------------------------------------------------
টিউটোরিয়ালগুলো নেওয়া হয়েছে মটিফি বাংলাদেশের গ্রুপ হতে।
গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/146...
গ্রুপটিতে জয়েন করে প্রচুর পরিমান সহযোগীতা
No comments:
Post a Comment