গ্রাফিক ডিজাইন শিখুন এবং ইনকাম করুন (পূর্ণাঙ্গ গাইডলাইন) - premium seo

Hot

Post Top Ad

Monday, October 16, 2017

গ্রাফিক ডিজাইন শিখুন এবং ইনকাম করুন (পূর্ণাঙ্গ গাইডলাইন)

আপনি হয়ত কোর্স করেছেন, কিন্তু কাজ শুরুর ব্যপারে কনফিডেন্ট পাচ্ছেননা। আবার এমন হতে পারে গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন, কিন্তু শিখার জন্য ট্রেনিং সেন্টারের যাওয়ার সুযোগ নাই। তাদের জন্য এ পোস্টটি কাজ করবে। গ্রাফিক ডিজাইনের অল্প কয়েকটি স্কীল নিয়েই বিশাল ইনকাম শুরু করা যায়। এ পোস্টে ৫টি স্কীল তৈরির ব্যাপারে গাইডলাইন দেওয়া হয়েছে। বাসাতে চেষ্টা করলে ৭দিনের মধ্যেই এ স্কীলগুলো ডেভেলপ করে অনলাইনে ইনকামের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন।
প্রথমে খুব মনোযোগ দিয়ে নিচের স্লাইডটি দেখে নিনঃ
https://www.slideshare.net/ekramict/graphic-skill-income-by-business-card-design
৫টি ডিজাইন স্কীলের জন্য নিচের ৫টি টিউটোরিয়াল দেখুন। প্রত্যেকটা টিউটোরিয়াল দেখার পর প্রচুর প্রাকটিস কাজ করুন।


ডিজাইন করতে জানলেই হয়না, কোয়ালিটি বাড়াতে হবে। কোয়ালিটি একদিনে তৈরি হয়না, নিয়মিত কাজ করার মাধ্যমেই কোয়ালিটি বাড়াতে হয়।
৩টি ধাপ অনুসরণ করলে পরিপূর্ণ গ্রাফিকস ডিজাইনার হওয়া যায়। ধাপগুলো নিচে উল্লেখ করা হলো।
১ম ধাপঃ অন্য কোন ভাল ডিজাইনকে হুবহু তৈরি করতে হবে এবং এরকম কমপক্ষে ৫০টি ডিজাইন তৈরি করতে হবে।
এ ধাপে গ্রাফিক্স সফটওয়্যারের সকল টুলসের ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে।
২য় ধাপঃ এ ধাপে অনেকগুলো ডিজাইন থেকে আইডিয়া নিয়ে নতুন ডিজাইন তৈরি করতে হবে। এরকম ২৫টা প্রজেক্ট করতে হবে।
এধাপের পর ডিজাইন সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে।
৩য় ধাপঃ এবার আপনি নিজেই ডিজাইনার। সুতরাং এ ধাপে আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে ডিজাইন শুরু করতে পারেন।
ডিজাইন শিখেছেন, ডিজাইন কোয়ালিটি বৃদ্ধির জন্য অবশ্যই নিচের ভিডিওগুলো দেখে নিবেন, বার বার দেখবেন।
  1. https://www.youtube.com/watch?v=RL87pWMTn7M
  2. https://www.youtube.com/watch?v=4tZwkt7XyTU
  3. https://www.youtube.com/watch?v=4tZwkt7XyTU
বিজনেস কার্ড ডিজাইন শিখার পর শুরুতে অবশ্যই ডিজাইন কনটেস্টে নিয়মিত অংশগ্রহণ করবেন। কনটেস্টে না জিতলেও সমস্যা নাই, ডিজাইন কোয়ালিটি বাড়বে। সেটাই ডিজাইনার হওয়ার পথে একধাপ এগিয়ে নিয়ে যাবে।
পরিকল্পনা করেন, প্রতিদিন মিনিমাম ২টা কনটেস্টে ডিজাইন জমা দিবেন। একটা কনটেস্টে মিনিমাম ৫টা কনসেপ্টের ডিজাইন জমা দিবেন।
কনটেস্টের পাশাপাশি ফাইভারের গিগটাও প্রস্তুত রাখবেন।

ফাইভারে ইনকামের জন্য নিচের কয়েকটি পয়েন্ট মনে রাখুন এবং অনুসরণ করুন।

  • ফাইভারের অ্যাকাউন্টকে প্রফেশনালভাবে অপটিমাইজ করুন।
  • সার্চ ফ্রেন্ডলিভাবে অপটিমাইজ করে গিগ প্রস্তুত করুন।
  • গিগের ইমেজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই গিগ ইমেজটিকে অপটিমাইজ করুন।
  • গিগে ভিডিও যুক্ত করুন।
  • নিয়মিত বায়ার রিকোয়েস্ট পাঠান।
  • প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করুন।


ফাইভারে কাজ করার জন্য পুর্ণাঙ্গ গাইডলাইন পেতে আমার সিরিজ ভিডিও দেখুন।

ফাইভারে সফল হতে অনেক চেষ্টা করার পরও কাজ পাচ্ছেননা। নিচের ৫টি পয়েন্ট খুব ভালভাবে লক্ষ্য করুন এবং দক্ষতা অর্জন করুন। তাহলেই সফলতা আসবে।
১) গিগ এবং গিগের ইমেজ অপটিমাইজ করা হয়নি।
এ ব্যাপারে গাইডলাইন পেতে এ স্লাইডটি দেখুন: https://www.slideshare.net/ekramict...
২) ইনকামের জন্য গিগ মার্কেটিং করতে হয়। সফল হওয়ার জন্য ১৫দিনের সাকসেস মিশন প্লান সাজিয়ে দিয়েছি। সেটির পিডিএফ ডাউনলোড করে নিনঃ
  https://www.mediafire.com/file/xavxhknydf41iqk/fiverr%20success%20tips.pdf 
৩) মার্কেটিং করছেন, তারপরও সফল হচ্ছেননা, তাহলে নিচের লিখাটি পড়ে নিজের মার্কেটিংয়ের ভুলগুলো জেনে নিনঃ
৪) প্রতিদিন ১০টি করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে থাকুন। কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠালে সফলতার মুখ দেখবেন দ্রুত, সেটি নিচের পোস্ট থেকে পড়ে নিনঃ
বায়ার রিকোয়েষ্টের ধরন কেমন হবে সেই বিষয়টি আরো পরিস্কার ধারনার জন্য এ স্লাইডটি একবার দেখে নিনঃ
৫) ফাইভারের আপনার গিগ বিক্রির জন্য বায়ার খুজতে সুপার এক্সক্লুসিভ টিপস জানতে এ ভিডিওটি খুব ভালভাবে দেখুন এবং প্রাকটিস করুন।
পুরো গাইডলাইনটি পিডিএফ আকারে ডাউনলোড করতে লিংকঃ https://www.mediafire.com/file/ice0wjttsi8adwu/income%20by%20design.pdf

No comments:

Post a Comment

Post Top Ad