ফাইভারে ভিডিও তৈরী করার নিয়মসমূহ:-
আজকে আমরা ফাইভারে কিভাবে একটা ভিডিও তৈরী করব সে সম্পর্কে শিখব। ফাইভারে আপনি যে গিগ তৈরী করেছেন তার ছবি দিয়ে ভিডিও তৈরী করবেন। তাহলে আপনার গিগটা আরো প্রফেশনাল হবে। এখন তাহলে দেখে নেয়া যাক কিভাবে গিগে ভিডিও তৈরী করবেন। নিচে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলঃ-
ভিডিও তৈরীর ছয়টি নিয়মঃ-
- টাইটেল বা শিরোনাম।
- পরিচয় ও ছবি।
- বিষয় সম্পর্কে আলোচনা।
- ভিডিও টাইম।
- ব্যাকগ্রাউন্ড মিউজিক।
- *** এক্সক্লুসিভ অন ফাইভার ও ফাইবার লোগো।
**নিচে উপরের বিষয়সমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হলঃ-
১। টাইটেল বা শিরোনামঃ-ভিডিওটিতে শিরোনাম এমনভাবে দিতে হবে যাতে বায়ার এর চোখে দেখতে ভাল লাগে।
২। পরিচয় ও ছবিঃ-আপনি যে গিগের ভিডিও তৈরী করবেন তাতে তার পরিচয়ের সাথে ছবি দিয়ে দিলে ভাল হবে।
৩। বিষয় সম্পর্কে আলোচনাঃ-আপনি যে ভিডিওটা তৈরী করেছেন তার বিষয় নিয়ে কিছু আলোচনা করে দিলে ভাল হবে।
৪। ভিডিও টাইমঃ- আপনি যখন ফাইবারে আপনার গিগে দেয়ার জন্য একটা ভিডিও তৈরী করবেন তখন অবশ্যই টাইমের খেয়াল রাখতে হবে যাতে ভিডিও টাইমটা বেশি বড় না হয়।
৫। ব্যাকগ্রাউন্ড মিউজিকঃ-আপনি যখন ভিডিও তৈরী করবেন তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যাতে সুন্দর হয় সেদিকে একটু খেয়াল রাখবেন।
*** ৬। এক্সক্লুসিভ অন ফাইভার ও ফাইবার লোগোঃ- উপরের এই কথাটি আপনি যে ভিডিওই তৈরী করেন না কেন তাতে অবশ্যই দেয়া লাগবে।
*** ত্রি স্টার দেয়া চিহ্নটি অবশ্যই গুরুত্বপূর্ন ভিডিও তৈরীর ক্ষেত্রে।
No comments:
Post a Comment