তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে আইসিটি ডিভিশনের অন্যতম একটি প্রজেক্ট হচ্ছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। তিনটি বিষয়ের মাধ্যমে সারা দেশেই এ প্রজেক্ট পরিচালনা করা হয়েছে।
* তিনটি বিষয় হলঃ
- গ্রাফিক্স ডিজাইন
- ডিজিটাল মার্কেটিং
- ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ।
এই তিনটি বিষয়ের সবাই সবার ফিল্ড এ কাজ করে যাচ্ছে।সব বিষয়ের প্রত্যেকেরই একটু করে হলেও ফটোশপের কাজ জানা খাকা ভাল । সব সময় শুধু অন্যের কাছে ধরনা না দিয়ে একটু সময় নিয়ে শিখে ফেললে নিজের অনেক কাজ নিজেই করা যাবে। এমন কি অন্যের কাজেও অনেক সময় হেল্প করা যাবে।
প্রাথমিক পর্যায়ের ফটোশপের কাজ জানার জন্যে খুব সহজ ভাবে বানানো বাংলা একটি টিউটোরিয়াল শেয়ার করলাম। এখান থেকে সহজেই ফটোশপের প্রাথামিক পর্যায়ের কাজ শেখা সহজ হবে আশা করছি। এরপরও যারা এডভান্স ফটোশপ শিখতে চায় তারা আরও অনেক টিউটোরিয়াল আছে দেখে নিতে পারেন।
ফটোশপ শিখার সহজ উপায়ের ২০টি বাংলা টিউটোরিয়ালের লিংক নিচে দেয়া হলঃ
No comments:
Post a Comment