ফোরাম মার্কেটিং নিয়ে যত কথাঃ
☑️ফোরাম কি?
একটি অনলাইন কমিউনিটি যেখানে ভিজিটররা সাধারণ(নিশ) আগ্রহের বিষয় পড়তে ও পোস্ট করতে পারে।
☑️কেন ফোরাম মার্কেটিং করব?
আমরা যেহেতু ট্রাফিক জেনারেট করার জন্য অফ পেইজ এসইও করে থাকি।ফোরামও অফ পেইজ এর একটা পার্ট এবং শক্তিশালী ব্যাক্লিঙ্ক পাওয়া যায়। সেহেতু আমরা যদি অ্যাক্টিভ ফোরাম এ নিয়মিত সময় দিয়ে নিজের একটা পজিশন ক্রিয়েট করতে পারি তাহলে একটা সময় পর কি পরিমাণ ফিডব্যাক পাবেন আপনি চিন্তাও করতে পারবেন না।
☑️কিভাবে আমার টার্গেটেড নিশ রিলাটেড ফোরাম খুঁজে পাবো?
আপনি কিছু সার্চ স্ট্রিং ফলো করতে পারেনঃঅনলাইন এ আরও অনেক সার্চ স্ট্রিংস পাবেন।
☑️সার্চ স্ট্রিংঃ
ry these search strings:
"Powered by Phbb" your keyword
"Powered by vBulletin" your keyword
"Powered by SMF" your keyword
"powered by IPB" your keyword
"powered by PunBB" your keyword
KEYWORDS “powered by phpbb” inurl:/forum
KEYWORDS “powered by vbulletin” inurl:/forum
KEYWORDS “powered by smf” site: /forum
KEYWORDS “powered by phpbb” inurl:/community
KEYWORDS “powered by vbulletin” inurl:/community
KEYWORDS “powered by smf” inurl:/community
How to Find Relevant .edu forums
“powered by vbulletin” site:.edu
“powered by phpbb” site:.edu
“powered by smf” site:.edu
How to Find Relevant .gov forums
“powered by vbulletin” site:.Gov
“powered by phpbb” site:.Gov
“powered by smf” site:.Gov
☑️ফোরাম মার্কেটিং। সফল ফোরাম মার্কেটিং পদক্ষেপঃ
১) আপনার নিশ রিলেটেড ফোরাম খুজে বের করুন।
২) ফোরামে নিজের নামে অ্যাকাউন্ট খুলুন।
৩) ফোরামে কাযক্রম শুরুর আগে কমিউনিটি গাইডলাইন চেক করে নিন।
৪) একটি সুন্দর ইউজার নেম এবং নিজের অরিজিনাল ফটো ব্যবহার করুন।
৫) প্রোফাইলটিকে পূর্ণভাবে সব তথ্য দিয়ে প্রস্তুত করুন।
৬) নিজের পরিচয় কমিউনিটিতে জানাতে হবে।
৭) কিছু দিন কোন ধরনের পোস্ট না করে অন্যদের কাযক্রমকে ভালভাবে লক্ষ্য করুন।
৮) কমিউনিটিতে গুরুত্বপূর্ণ এবং উপকারী কিছু পো্ষ্ট যুক্ত করুন।
৯)নিজের ওয়েবসাইটের লিংক সিগনেচার হিসেবে যুক্ত করুন।
১০) বিতর্কিত কোন বিষয় নিয়ে আলোচনাকে এড়িয়ে চলুন।
১১) ফোরামের নিজস্ব সতর্কতা মেনে চলুন।
☑️ টিপসঃ
১) এমন ফোরাম খুজে বের করুন যার ১০০০ মেম্বার এবং ১০,০০০ পোস্ট রয়েছে।
২) এমন ফোরামে নিজেকে যুক্ত করুন, যেখানে প্রতিদিন ১০-১৫টি পোস্ট করা হয়।
৩) যেসব ফোরামে অতিরিক্ত মার্কেটিং, কিংবা স্পামিং হয়, সেই সব ফোরামে না যুক্ত হওয়াটাই ভালো।
৪) আপনার নিজের কম্পিটিটরের ফোরামে যুক্ত হবেননা।
৫) জেনে নিন, ইউজারকে তার পোস্টে লিংক দিতে অনুমতি প্রদান করে কিনা।
৬) জেনে নিন, ইউজারকে তার বিজনেস প্রোমোট করার সুযোগ দেয় কিনা।
৭) জেনে নিন, ইউজারকে তার সিগনেচারে কমার্শিয়াল মেসেজ লিখার অনুমতি দেয় কিনা।
৮) জেনে নিন, অন্য ইউজারের সাথে কমার্শিয়াল কারনে যোগাযোগের সুযোগ আছে কিনা।
৯) জেনে নিন, নতুন ব্যবহারকারীদের কি কি বিধিনিষেধ রয়েছে।
১০) জেনে নিন, অভিজ্ঞ ব্যবহারীদের জন্য কি কি বিশেষ সুযোগ সুবিধা রয়েছে।
১১) সব সময় মনে রাখবেন, ফোরামে নিজের বিজনেসের ব্যপারে যাতে ভাল একটা ধারনা তৈরি সম্ভব হয়।
১২) পলিটিক্যাল কিংবা ধর্মীয় কোন বিষয় নিয়ে কোন পোস্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখুন।
১৩) কোন ধরনের সমালোচনা দেখলে নিজের রাগ সংবরণ করে বিনয়ী হোন।
১৪) আপনার কোন টপিকস নিয়ে বিতর্ক হলে কোন রিপ্লাই না করে সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন।
☑️সর্বোপরি টিপস হল এটাইঃ
প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ফোরাম এর জন্য ব্যয় করুন।
ইংলিশ ফোরাম ছাড়া অন্য ফোরাম আভইদ করুন
মিনিমাম ৩ মাস সময় দিন এটার বিনেফিট আপনাকে সুদে-আসলে দেবে।
একটা পিসি থেকেই লগইন করবেন।
ফ্রী ফোরাম গুলোতে জয়েন করব
ফোরাম পোস্টিং রিলেটেড কিছু বাংলা টিউটোরিয়াল ভিডিওঃ
শুধু ফোরাম পোস্টিংয়ের স্কীল দিয়েই ফাইভার হতে ভালো ইনকাম করা সম্ভব। ফাইভারে এ সম্পর্কিত গিগ তৈরি করতে চাইলে স্যাম্পল গিগটি দেখুনঃ
(অন্য একটি লেখার অনুকরনে)
No comments:
Post a Comment