প্রথমেই বলি, যদি আপনি ইতিমধ্যে ইনকামের এলিট খাতায় নাম লিখিয়েছেন তাহলে ভাই এই ডকটি আপনার না পড়াই ভাল । কারন এটা হলো ওই সব হতাশায় জর্জরিত ভাইদের জন্য যারা চেষ্টা করতে করতে ক্লান্ত ! আসলে ইনকাম করাটা একটি আপেক্ষিক ও কৌশলগত বিষয় । আমরা ট্রেইনাররা গত ১০ মাসেরও বেশি সময় ধরে কিভাবে মার্কেটিং এর স্টুডেন্টদের সহজে ইনকাম করানো যায় তা দিয়ে নানা পরিক্ষা নিরিক্ষা চালিয়েছি । তাতে আমাদের কাছে সহজে ইনকাম করানোর বেশ কিছু সিস্টেম ক্লিয়ার হয়েছে । সো, অনেকগুলো বিষয়ের পিছনে না দৌড়িয়ে কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে লেগে থাকলে ইনকাম করা সম্ভব ।
তো সেই সব সিস্টেম গুলি কি কি ?
আমি টোটাল ৫টি স্কিলের গাইড লাইন্স দিচ্ছি ।এর মধ্যে যে কাজটি আপনার ভাল লাগে আপনি তা দিয়েই মাঠে নেমে পড়ুন ।
১.লিংক বিল্ডিং ( ব্লগ কমেন্ট, গেস্ট পোস্টিং )
২. লিড কালেক্টিং
৩. আর্টিকেল রাইটিং
৪.হোয়াইট বোর্ড এনিমেশন
৫. কিওয়ার্ড রিসার্চ
উপরের যেকোনো একটা কাজ শিখেই এবার মার্কেটপ্লেসে একাউন্ট খুলে ফেলুন । তবে মার্কেটপ্লেস গুলোর মধ্যে ফাইভার অনেক সহজ ।
ফাইভারে কিভাবে গিগ খুলবেন তা দেখতে এই আর্টিকেলটি পড়ুনঃ
ইকরাম স্যার এর ফাইভার গিগ মার্কেটিং এর এক্সক্লুসিভ !!
কৃতজ্ঞতাঃ Md Ekram Mohamud Monirul Islam Tahasin Chowdhury Partha Deb Nath Jakiul Hasan Salim Tawhidul Hoque স্যারদের প্রতি । কোন কিছু না বুঝলে গ্রুপে পোস্ট করবেন । আমাদের সাধ্য অনুযায়ী আপনাকে হেল্প করতে চেষ্টা করবো ।
No comments:
Post a Comment