যেভাবে একজন বায়ারের জায়গায় নিজেকে ভাবলে আপনার সেল বৃদ্ধি পেতে পারে.. - premium seo

Hot

Post Top Ad

Monday, October 16, 2017

যেভাবে একজন বায়ারের জায়গায় নিজেকে ভাবলে আপনার সেল বৃদ্ধি পেতে পারে..

কেউ জানে না আপনি আপনার সার্ভিসটি কীভাবে দিচ্ছেন বা দিবেন, কিছু সেলারের জন্য এটা অনেকটা সমস্যার কারন হয়ে দাড়ায় ৷ এটা খুব সহজ, একটা প্রোফাইল তৈরী করা আর একটা গিগ তৈরী করা যেটা আপনার কাছে নিখুঁত মনে হয় কিন্তু যা একজন বায়ারের জন্য অনুকূল নাও হতে পারে ৷ একটু সময় নিন আপনার প্রোফাইল এবং গিগ গুলো একজন বায়ারের চোখ দিয়ে দেখেন ৷ সেটা আপনার সার্ভিস উপস্থাপন উন্নত করতে এবং আপনার সেল বৃদ্ধিতে সাহায্য করতে পারে ৷ এখানে কিছু পদ্ধতি দেখাচ্ছি কীভাবে একজন বায়ারের চোখে আপনার প্রোফাইল এবং গিগ টা দেখবেন ৷ একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনার প্রোফাইল টা লক্ষ্য করুন: ধরুন আপনি কিছু কেনাকাটা করার জন্য বা কারো থেকে কোনো কাজ বা সেবা পাওয়ার জন্য মার্কেটে গেলেন ৷ মনে করেন নতুন কাপড় কেনার জন্য, জুতা কেনার জন্য বা চুল কাটার জন্য বা কিছু একটা ৷ যখন আপনি একটি দোকানে বা ব্যবসায়ী ব্যাক্তির কাছে গেলেন কেনো তাদের টা পছন্দ করলেন? কি আপনার নজড় কারলো? সেটা কি একটা ছবি বা ব্যানার টানানো ছিলো যা আপনাকে সেই ব্যাক্তির সম্পর্কে স্পস্ট ধারনা দিয়েছে? যে জিনিসটা নিবেন সেটা দেখতে সুন্দর ছিলো? জিনিসটার সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া ছিলো কি? সম্ভবত প্রদানকারীর যোগ্যতাগুলির একটি তালিকা ছিলো যা আপনাকে আকর্ষন করেছিলো ৷ একটু সময় নিন ভাবার জন্যে আপনি কি দেখছেন এবং যখন নতুন লোক কাজ করার জন্য খুঁজবেন আর এটা নিশ্চিত করে নিন যে আপনার প্রোফাইলে সেগুলো আছে ৷ বিশেষ দক্ষতার জন্য প্রয়োজন সহজ বিবরণ: আপনার গিগ ডেসক্রিপশনটা একবার দেখুন: এটা কি আপনার মতো যোগ্যতাসম্পন্য লোকের কাছে নিখুঁত মনে হচ্ছে? আপনার সার্ভিসটা নিয়ে যার পূর্ব অভিজ্ঞতা নেই এমন কারো কাছে কেমন লাগবে? যদি অনভিজ্ঞ কেউ আপনার সার্ভিস টা বুঝতে না পারে, ঠিক কি আছে আপনার গিগে এবং আপনি ঠিক কি সার্ভিস দিচ্ছেন, তাহলে আপনি ইতিমদ্ধ্যে আপনার সম্ভাব্য সর্বাধিক বায়ার হারাচ্ছেন ৷ যদি আপনার গিগ আপনি সহজ ভাষায় বোঝাতে অসুবিধা বোধ করেন তাহলে কল্পনা করুন যে আপনি আপনার গিগ সম্পর্কে এমন একজন বন্ধুকে বোঝাচ্ছেন যে আপনার কাজ সম্পর্কে কিছুই বুঝেনা ৷ তারপর একটি গিগ ডেসক্রিপশন লিখেন যা স্পষ্ট, সহজভাবে ব্যখা করা এবং সহজে বোঝার মতো যাতে সবাই - বিশেষ করে সম্ভাব্য বায়াররা বুঝতে পারেন ৷ আপনার পোর্টফোলিও ইমেজ গুলো কি পার্ফেক্ট? একজন বায়ার যে আপনার গিগ পেজটি স্ক্রল করে দেখছে আপনার গিগ ইমেজ গুলো আপনার সম্পর্কে জানার জন্য এবং আপনি ঠিক কি সার্ভিস দিচ্ছেন সেটা জানার জন্য ৷ সে ইমেজগুলো ব্রাউজ করছে আপনার কাজের ধরন এবং আপনার সাথে কাজ করার পর সে ঠিক কি ধরনের সার্ভিস পাবে সেটার ধারনা পাওয়ার জন্য ৷ এটা ভেবে আপনার গিগ ইমেজগুলো দেখেন - ইমেজ গুলো আপনার নিজের তৈরী করা তো? আপনার ক্ষমতা আছে তো যেই ইমেজ গুলো দিয়েছেন সেই কাজগুলো করার? যদি না হয় তাহলে এখনি আকর্ষনীয় ইমেজ এ্যাড করুন, অবশ্যই নিজের দক্ষতা ব্যবহার করে ৷ আপনার গিগ এক্সট্রা সম্পূরক হওয়া উচিত: গিগ এক্সট্রা অফারগুলি হলো সবচেয়ে স্মার্ট উপায় ফাইবার সেলারদের রেভিনিউ বৃদ্ধি করতে এবং খুশি বায়ার পেতে ৷ যাইহোক, গিগ এক্সট্রা গুলো আপনার নির্দিষ্ট গিগের জন্য সর্বাধিক ধারনা তৈরী করে ৷ আপনার গিগ এক্সট্রাগুলো কি দরকারী আপনি যেই গিগ সেল করছেন তার জন্য? মূলত গিগ এক্সট্রা আপনার ব্যাসিক গিগের সাথে অতিরিক্ত সুবিধা, গুণমান সোর্স ফাইল বা অন্য কোনো সার্ভিস কিনতে বায়ারদের উদ্ধুদ্ধ করে ৷ আপনার গিগ এক্সট্রাগুলো দেখুন এবং নিশ্চিত করুন যে এটা বায়ারদের অতিরিক্ত সেবা দেবে বা বেশি অর্ডার করতে বা আপনার অন্য সার্ভিস অর্ডার করতে বলা থাকবে ৷ শেষ কিছু কথা: একবার আপনি নিজেকে বায়ারের জায়গায় ভেবে, সম্ভাব্য বায়ারদের মনের মতো প্রোফাইল তৈরী করতে পারেন এবং গিগে নৈপূণ্য আনতে পারেন ৷ যখন আপনি এই বিষয়গুলো মোকাবেলা করবেন তখন তা সর্বাধিক বায়ারদের সাথে আপনাকে এমনভাবে উপস্থাপন করবে যা তাদের চাওয়া সার্ভিসের সাথে সম্পর্কযুক্ত ৷ তখন আপনি বুঝাতে পারবেন আপনি কে এবং আপনি যা অফার করবেন তা ভিন্ন এবং অনন্য ৷ সুতরাং, একজন বায়ারের দৃষ্টিকোণ থেকে আপনার সার্ভিস টা ভালোভাবে সময় নিয়ে দেখুন তা আপনার সম্পর্কে সঠিক ধারনা দিচ্ছে কি না এবং তাদের শর্তাবলী আপনার সাথে মিলছে কি না , তারা আপনাকে কেনো পছন্দ করবে সেটা স্পষ্ট কি না ৷ আশা করি এটা আপনাদের সাহায্য করবে ৷ -ধন্যবাদ
নোট: আর্টিকেল টি ফাইভার এ্যাকাডেমি থেকে অনুবাদকৃত ৷ কোনো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ৷

No comments:

Post a Comment

Post Top Ad