ইমেইল মার্কেটিংয়ের কাজ জানলে আউটসোর্সিংয়ে ব্যর্থ হওয়ার কোন সুযোগ নাই
- মার্কেটপ্লেসগুলোতে ইমেইল মার্কেটিং সম্পর্কিত কাজ পাওয়া যায় প্রচুর পরিমানে।
- অ্যাফিলেয়েশনের কাজে মার্কেটিংয়ের সকল প্রক্রিয়ার মধ্যে সবচাইতে ইফেক্টিভ প্রসেস হচ্ছে ইমেইল মার্কেটিং।
- লোকাল নিজের কোন ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে বেশি সফল হওয়া যায়।
- অনলাইনে নিজের যেকোন ব্যবসা প্রতিষ্ঠা করে সেটিকে সফল করার জন্যও ইমেইল মার্কেটিং দক্ষতা খুব প্রয়োজন।
- চাইলে লোকাল বিভিন্ন প্রতিষ্ঠানকে ইমেইল মার্কেটিং সার্ভিস দিয়ে আয় করতে পারেন অত্যন্ত সহজভাবে।
- ইমেইল মার্কেটিং জানা থাকলে ৩টি বিষয়ে দক্ষ হওয়া হয়। (ইমেইল লিস্ট বিল্ডিং, ইমেইল টেম্প্লেট তৈরি, ইমেইল ক্যাম্পেইন)। তিনটি বিষয়ে আলাদাভাবে ক্যারিয়ার গড়া সম্ভব।
ইমেইল মার্কেটিং বিষয়ে ক্যারিয়ারটা কেমন হতে পারে, সেই বিষয়ে জানতে নিচের লিংক থেকে পড়ে নিন।
http://genesisblogs.com/featured/11...
ইমেইল মার্কেটিং এর ভিডিও লিঙ্ক সমূহ ঃ
1. Email Marketing Video Tutorial Part 1 (Basic With Lead Generation) ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=6gLt-Yn465w
2. Email Marketing Video Tutorial Part 2 ( MailChimp A 2 Z ) ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=pWGT3KpfmCU
3. Email Marketing Video Tutorial Part 3 ( iContact ) ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=V7l2CR_JYA0
4. Email Marketing Video Tutorial Part 4 ( Constant Contact ) ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=uXLwCnSrkvg
5. Email Marketing Video Tutorial Part 5 ( Freshmail ) ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=b0cMXN5L_gU
6. Email Marketing Video Tutorial Part 6 ( Getresponse ) ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=FyJV5-CYUIo
7. How To Use Anchor Link in MailChimp For Internal Text Linking https://www.youtube.com/watch?v=lYF03q0XFZs
8. How to use custom font family in Mailchimp Drag and Drop Design ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=2d4z7nmvHzU
9. How to create an Automation Workflow in MailChimp ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=mu6ycqWkoWs&feature=youtu.be
ডিজিটাল মার্কেটিং যারা ট্রেনিং সম্পন্ন করেছেন, তারা এ টিউটোরিয়ালগুলো দেখে নিজেদের স্কীল ডেভেলপ করে নিন। স্কীল ডেভেলপের ১ম শর্ত হচ্ছে , যা শিখবো, সেটাকে প্রাকটিক্যাল কাজ করার মাধ্যমে প্রাকটিস করা। কাজ করতে গিয়ে ভুল করার মাধ্যমেই মূলত কাজে দক্ষ হতে হয়।
No comments:
Post a Comment